অডিশনে সিরিয়াল ছিল ৩ হাজার জনের পিছনে
নোবেল আগে থেকেই পরিচিত ছিলেন ইন্ডিয়ার সাথে, কেননা তিনি পড়াশোনা করেন ইন্ডিয়াতে, ২০১৪ সালে ইন্ডিয়া থেকে ফিরে আসেন নিজের জন্মভূমি বাংলাদেশে। তার নিজের বাড়ি ছিলো গোপালগঞ্জে। সেখানে ২ বছর থাকার পর ২০১৬ সালে বাবার ব্যবসায়ের কাজে ঢাকায় আসেন তিনি।নোবেলের প্রিয় ব্রান্ড ছিল ড্রিম থিওটার। তিনি ড্রিম থিওটার এবং আইয়ুব বাচ্চু ও জেমস্ এর গান গুলো গাওয়ার চেষ্টা করতেন সব সময়।
নোবেলের অডিশন ছিলো উত্তরা মাইলস্টোন কলেজে, দিনটি ছিলো শুক্রবার। তিনি আরো বলেন এই অডিশনে তার মা তাকে জোর করে পঠান এবং তিনি এসে দেখেন তার সিরিয়াল ছিলো প্রায় তিন হাজার জনের পিছনে, নোবেল আরো জানান যে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পরতেন এবং কোন কারণে সেই দিন তার জুমার নামাজ মিছ হয়ে যায়।পরে তিনি প্রায় এক হাঁটু পানির মধ্যে দিয়ে আধা কিলোমিটার হেটে গিয়ে মাগরিবের নামাজ পড়েন। এর পর ফিরে আসেন অডিশনে,তার ডাক পরে রাত ৮ টায়। এর পর তিনি অডিশনে আইয়ুব বাচ্চুর হাসতে দেখো গাইতে দেখো গানটি গান।
যখন নোবেল অডিশনের মঞ্চে দাঁড়িয়ে গান শুরু করলেন তখন তিনি লক্ষ করলেন বিচারকরা ও নোবেলের সাথে কন্ঠ মিলাচ্ছেন।এবং গান শেষ হওয়ার পর সবার মতোই তাকেও ধন্যবাদ কার্ড দিয়ে বলেন আপনি সিলেক্ট হলে আপনাকে ফোন দেওয়া হবে। তার পর নোবেল চলে এলেন, তার পর নোবেলের বন্ধুরা যারা তার সাথে অডিশন দিয়েছিলেন তাদের অনেক কে ফোন দেওয়া হলো কিন্তু নোবেল কে ফোন দেওয়া হলো না। এই নিয়ে নোবেল অনেক চিন্তিত ছিলো, এর পর প্রায় দুই দিন পর নোবেল কে ফোন করা হলো এবং বললো আপনি দ্বিতীয় রাউন্ডে সিলেক্ট হয়েছেন। পরে তিনি দ্বিতীয় রাউন্ডে এসে আইয়ুব বাচ্চুর সেই তুমি কেন এতো অচেনা হলে এই গানটি গান।
দ্বিতীয় রাউন্ডের পর আবারও সিলেক্ট হলেন নোবেল ফাইনাল রাউন্ডের জন্য এবং ফইনালে বিচারকরা তাকে বললেন তুমি এই বাংলার একটা গান গাও, পরে নোবেল জেমস্ এর আলবিদা গানটা গাইলেন এবং সিলেক্ট হয়ে গেলেন সারেগামাপা 'তে।
কীভাবে সারেগামাপা'তে গেলেন নোবেল
Reviewed by Md Mehedi Hasan
on
10:41 PM
Rating:
Reviewed by Md Mehedi Hasan
on
10:41 PM
Rating:


No comments: