Seo Services

ইমিলিয়ানো সালা আর নেই

প্লেনটা পড়ে যাচ্ছে আকাশ থেকে তোমরা যদি আার ঘন্টা খানেকের মধ্যে আমার খবর না পাও তাহলে ধরে নিও আমি আর নেই।
বিমান দুর্ঘটনার কিছুক্ষণ আগে স্বজনদের কাছে এই ভয়েস মেসেজ পাঠান কার্ডিফ সিটি স্টাইকার ইমিলিয়ানো সালা। এই ভয়েস মেসেজ পেয়ে শোক আরো বেড়ে গেছে স্বজনদের । স্বপ্নের সিঁড়িতে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছিলো এমিলিয়ানো সালা, হতে চাই আগামীর মেসি, হতে চাই বিশ্বসেরা, ছোট থেকে বড় হওয়ার স্বপ্নে বিভোর আর সাথে কঠোর পরিশ্রম, ফ্রান্স থেকে সুযোগ মিললো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কিন্তু কেই-বা ভেবেছিল স্বপ্নের সমাধি ঘটবে এইভাবে। কার্ডিফ সিটির হয়ে মাঠে আর নামা হবেনা এমিলিয়ানো সালার। ইংল্যান্ডে পৌঁছানোর আগে যাত্রাপথে দুর্ঘটনার কবলে পরে সালার বিমান। ইংলিশ চ্যানেলে সেটা হারিয়েই গেলো প্রযুক্তির এই যুগে, দেখাই মিললো না আস্ত এক বিমানের। শোকে স্তব্ধ সালার শহর কার্ডিফ সিটিও।শোকে পুরানো ক্লাবের খেলোয়ার সমর্থকদের মধ্যে হটাৎ যন্ত্রণা বাড়িয়ে দিলো সালার এই বার্তা। 

আমি অনেক ক্লান্ত নতো থেকে কার্ডিফ যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমি কখনো পৌঁছাতে পারবোনা,প্লেনটা পড়ে যাচ্ছে আকাশ থেকে তোমরা যদি আার ঘন্টা খানেকের মধ্যে আমার খবর না পাও তাহলে ধরে নিও আমি আর নেইআমি জানিনা আমাকে উদ্ধারের জন্য কেউ আসবে কিনা। কারন এখানে কারো পৌঁছানোও সম্ভব না, আমি ভয় পাচ্ছি।

খারাপ আবহাওয়ার মধ্যেও সালার বিমান খুজতে যাচ্ছেন পুলিশ বাহিনী, হদিস মিলছেনা,কোথায় হারিয়ে গেছে, বিলিন হয়ে গেছে এক প্লেন মানুষের প্রাণ। তার সাথে মিশে গেছে এক তরুণ ফুটবলারের স্বপ্ন।
ইমিলিয়ানো সালা আর নেই ইমিলিয়ানো সালা আর নেই Reviewed by Md Mehedi Hasan on 7:09 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.